প্রশ্ন: নেত্রকোণা জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: নেত্রকোণা জেলার সীমানা কি?
উ: নেত্রকোণা জেলার সীমানা:
✅ উত্তরে: ভারতের মেঘালয়
✅ দক্ষিণে: ময়মনসিংহ ও কিশোরগঞ্জ
✅ পূর্বে: সুনামগঞ্জ
✅ পশ্চিমে: ময়মনসিংহ জেলা
প্রশ্ন: নেত্রকোণা জেলার আয়তন কত?
উ: ২৭৯৪.২৮ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: নেত্রকোণা জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি?
উ: উজ্জীবিত নেত্রকোণা।
প্রশ্ন: নেত্রকোণা জেলার গ্রাম কতটি?
উ: ২,২৮২ টি।
প্রশ্ন: নেত্রকোণা জেলার কতটি ইউনিয়ন রয়েছে?
উ: ৮৬ টি।
প্রশ্ন: নেত্রকোণা জেলার উপজেলা/থানা কতটি ও কি কি?
উ: ১০ টি। নেত্রকোণা সদর, মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী, কেন্দুয়া, দুর্গাপুর, কলমাকান্দা, আটপারা, বারহাট্টা ও পূর্বধলা।
প্রশ্ন: নেত্রকোণা জেলার পৌরসভা কতটি?
উ: ৫ টি (১.নেত্রকোণা, ২.মোহনগঞ্জ, ৩.দূর্গাপুর, ৪. কেন্দুয়া, ও ৫.মদন)।
প্রশ্ন: নেত্রকোণা জেলার নদ-নদী কি কি?
উ: কংস, বাউলাই, শমেশ্বরী, নিতাই, সগরা, পাটকুরা, ধনু নদী ইত্যাদি।
প্রশ্ন: নেত্রকোণা জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি?
উ: জিলবাংলা চিনিকল, যমুনা সার কারখানা।
প্রশ্ন: নেত্রকোণা জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি?
উ: দুর্গাপুরের সুসং মহারাজার বাড়ি, কমল রানীর দিঘি, গারো পাহাড়, কেন্দুয়ার রোয়াইল বাড়ি দুর্গ, খোঁজার দিঘি, আটপাড়ার কৃষ্ণপুর বৌদ্ধমঠ, সালকি মাটিকাটা গ্রামের পুরাকীর্তি ইত্যাদি।
প্রশ্ন: নেত্রকোণা জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা?
উ: যতীন সরকার, হুমায়ূন আহমেদ (শিক্ষাবিদ, ঔপন্যাসিক), কর্নেল আবু তাহের (মুক্তিযোদ্ধা), মণি সিং (রাজনীতিবিদ), বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ (সাবেক প্রেসিডেন্ট ও বিচারপতি), নির্মলেন্দু গুণ (কবি), মুহাম্মদ জাফর ইকবাল (শিক্ষাবিদ, ঔপন্যাসিক)।